শনিবার, ৩০ মার্চ, ২০১৩

Fast2earn


affiliate program

EARN REVENUE FROM YOUR WEBSITE

Turn your valuable webpage visitors into revenue. Work online and join our free money making affiliate program. We offer the most commission rate to help increase your revenue stream.

Join our revenue making program absolutely free and 100% risk free.

Sign Up...

0 (ZERO) INVESTMENT PROGRAM

We designed this make money program specially for NO COST methods, to make thousands, if not millions of dollars, without spending dollars.

Mountain a constant stream of money

Our money earn system enables you to generate a constant stream of money, 24 hours a day, 7 days a week, 365 days a year. Giving you more time to focus on the things you love.
You will even receive income while you not working!

Get paid after you stop working

Set up many new money incomes each and every day. Get revenue after you stop working or even retire at an early age with a broad income stream. Do this once and get profit over and over again. It's best time to create mind-blowing new levels of profit and success on the Internet.

NeoBux: The Innovation in Paid-to-Click Services NeoBux: The Innovation in Paid-to-Click Services. We are experts at providing new business solutions in a win-win environment. We specialize in incentivized traffic being the worldwide most used and reliable paid-to-click service.

Extra Cash From Your Website

Pouring Cash Directly Into Your Pocket!!!

It works round-the-clock, and for not just days or weeks, but for months and months, very own Money From Your Website making you tons of CASH!
It works round-the-clock, and for not just days or weeks, but for months and months, very own Money From Your Website making you tons of CASH!

Have you ever wished about a real and easy way to make cash in Internet, even if you have absolutely no experience?
We have good news....

Get revenue online now


Turn your priceless website traffic into money. Join our affiliate program. We offer the most pay-per-click rate to help maximize your revenue stream.

Imagine running of a something that never failed to provide you with cash-flow. A never ending income generator, a system so astonishingly gainful that you never had to work for a boss ever again!

0 (zero) investment program

We designed this system specifically for NO COST methods, to make thousands, if not millions of dollars, without spending money.

Join our income making program absolutely free and 100% risk free.

Get Started now

Sign Up...

Signup is free

Income while you sleep.

Earn $1,000... $2,000... $5,000...
Turn your web site traffic into cash!

You get paid for every individual that clicks on our advertising. Our goal is to enable you to make as much as possible from your promotion space. We pay monthly, either by check, or instantly through PayPal.

Our program enables you to generate a steady stream of cash, 24 hours a day, 7 days a week, 365 days a year. Allowing you more time to focus on the things you love. You’ll even be making income while your sleep!

TESTIMONIALS
TESTIMONIALS
"...It’s great idea making money online..."
"...It’s great idea making money online..."

Thank you so much for creating this unique opportunity for me. I'm studying at the University of Manitoba and I have always been motivated to find new ways of making money. Your web site is perfect for me making extra income. It's great idea making money on the internet!

Christine Taylor, CA

Will my Web site work for me?

Yes, absolutely! With our affiliate program everyone can earn every day! You will earn revenue from 100,000 advertisers. Also you can be absolutely new to use our system - you don't have to have ANY experience. That's really simple.

We have successful members from all countries of the globe and they are part time employees, students, house wives, retired people, just everybody. Because our system works anywhere and for everyone!

Any proof of earnings?

Sure. For example, look at the results of using our partners program. Here is real screenshot of bank account presented by an affiliate:

TESTIMONIALS
TESTIMONIALS
"...I have been looking for something like this..."
"...I have been looking for something like this..."

Hi, this is wonderful!!!! I have been looking for something like this! I found your site and just wanted you to know that I think this idea is splendid. Good luck to you.

Iohan Vanden Broek, NZ

Here's All You Have to Do...

  1. Fill in the registration form

  2. Insert received code into your web page

  3. Watch that your cash grow

Get Started now





Sign Up...

Signup is free



Russian TV Online Watch over 100,000 Russian TV movies online. DVD quality movies. Internet live Russian television channels on line.

Online Income Is A Concept That Deals With Making Money Online

Online Income is a concept that deals with making money online, that is each concept is guided by some rules.there are certain ways of making money. There are many other online income opportunities that take some effort and yet at the same time you can buy kits and courses for very little money that will give you a head start to making money. These include making money with surveys, making money as a product tester, making money selling goods and services on eBay, working as an affiliate, and even working as a customer service representative where calls are routed directly to your home. There are even websites that will connect you with online income jobs such as data entry, proofreading, and any number of jobs that companies outsource to regular people daily.
If you are interested in making an online income you need to understand that it is possible. In fact, it is not that difficult. All you need is a plan. If that means buying a kit or program to help you find and make a plan, then good, do it. If that means you want to spend months researching opportunities and then devise a plan, then good, do it. The critical element is that you take action. I like the route of using predefined courses as templates toward success only because they are like franchises. The plan is laid out in front of you, all you have to do, is make it happen.

ইন্টারনেটে কাজ করে টাকা কিভাবে হাতে পাবেন

ইন্টারনেটে কাজ করে টাকা কিভাবে হাতে পাবেন


ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জনের জন্য আপনার পক্ষে যাকিছু করা সম্ভব সবই আপনি করলেন। যা জানা প্রয়োজন জানলেন, টাকা খরচ করে ইন্টারনেট সংযোগ নিলেন, ফ্রিল্যান্সার হিসেবে আউটসোর্সিং  সাইটে গিয়ে কাজ নিলেন, সেটা করে জমাও দিলেন। এরপর আপনার হিসেবের পালা। আপনি টাকা পাবেন কিভাবে। এখানে যেহেতু আপনার সব ইচ্ছাই যথেষ্ট না সেহেতু আগেই হিসেব করে নেয়া ভাল।
আগে দেখে নেয়া যাক তারা দেয় কিভাবে।
সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ভিসা-মাষ্টারকার্ডের মত ক্রেডিট কার্ড। তারা আপনার নামে টাকা জমা দিতে পারে সাথেসাথেই, আপনিও সাথেসাথেই সেটা পাবেন। উন্নত দেশগুলিতে মানুষ কেনাকাটা থেকে শুরু করে ট্যাক্সিভাড়া পর্যন্ত দেয় ক্রেডিটকার্ডের মাধ্যমে। কাজেই তারা এই পদ্ধতি বেশি ব্যবহার করবে সেটাই স্বাভাবিক।
বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। এখানে ক্রেডিট কার্ড নামের একটি বস্তু পকেটে নিয়ে বেড়াতে পারেন, টাকার বদলে সেটা দিতে পারেন না। সেটা থেকে টাকা বানিয়ে সেই টাকা নিয়ে দোকানে ঢুকতে হয়।
আরেক পদ্ধতি হচ্ছে পে-পল এর মত অর্থ লেনদেনকারী প্রতিস্ঠানের সাহায্য নেয়। শুধুমাত্র ইমেইল ব্যবহার করে বিনামুল্যেই সেখানে একাউন্ট খোলা যায়। টাকা আপনার একাউন্টে জমা হবে। আপনি স্থানীয় ব্যাংক থেকে সেটা উঠিয়ে নেবেন। এই পদ্ধতিও তুলনামুলক দ্রুতই।
বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে পে-পল ব্যবহারে সরকারের অনুমতি নেই। পে-পল ওয়েবসাইটে বাংলাদেশের নাম খুজে পাবেন না। এবিষয়ে সরকারের সর্বশেষ বক্তব্য, প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আপনি এই আশ্বাসের ওপর নির্ভর করে অপেক্ষা করে জীবন পার করতে পারেন।
আরেক পদ্ধতি হচ্ছে অয়্যার ট্রান্সফার। ওয়েষ্টার্ন ইউনিয়নের মত প্রতিস্ঠানের মাধ্যমে টাকা গ্রহন করা যায়। এই পদ্ধতিও বেশ দ্রুত। তবে এজন্য টাকা দিতে হয়।
আরেক পদ্ধতি হচ্ছে প্রচলিত ব্যাংক চেক গ্রহন করা। তারা আপনার নামে চেক পাঠাবে আপনি সেই চেক ব্যবহার করে ব্যাংক থেকে টাকা উঠাবেন। এতে সময় বেশি প্রয়োজন হয়, চেকের জন্য আলাদা ফি দিতে হয়। সবচেয়ে বড় কথা, সকলে এই পদ্ধতি ব্যবহার করে না। আপনি যদি গুগলের কাছে টাকা পান তারা আপনার নামে চেক পাঠাবে, ছোট প্রতিস্ঠান কিংবা ব্যক্তিগত পর্যায়ে সাধারনত এই ঝামেলায় যাবে না। কাজেই আপনার সামনে সুযোগ খুব বেশি নেই।
এবারে দেখা যাক যারা ইতিমধ্যে কাজ করছেন তারা কি করেন।
কেউ কেউ অন্যের ক্রেডিট কার্ড ব্যবহার করেন। অর্থাত পরিচিত কারো ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ থাকলে তার নাম্বার ব্যবহার করে সেখানে টাকা জমা করা। তাকে অবশ্যই এতটা বিশ্বস্ত হতে হয় যে টাকার হিসেবে গড়মিল করবে না। আরেকটি বিষয় হচ্ছে উন্নত দেশগুলিতে সবধরনের লেনদেন যাচাই করা হয়। যদিও বিষয়টি অবৈধ পর্যায়ে যায় না তাহলেও অনেকেই ঝামেলায় যেতে চান না।
পে-পল ব্যবহার যেহেতু সহজ বলে অন্য দেশে করা পে-পল একাউন্ট ব্যবহার করেন কেউ কেউ। এখানেও সমস্যা একই। আপনার নিজেকেই বিদেশে একাউন্ট করতে হয় অথবা অন্যের ওপর নির্ভর করতে হয়। পে-পলের নিয়ম অনুযায়ী একজনের একাউন্ট অন্যজন ব্যবহার নিষিদ্ধ। তারা জানলে একাউন্ট বন্ধ করে দেবে।
এলার্ট-পে আরেকটি জনপ্রিয় পদ্ধতি যা খুব সহজে ব্যবহার করা যায়। পিটিসি সাইট এবং এফিলিয়েশন এর পেমেন্ট সাধারনত এভাবে নেয়া যায়। ওডেস্ক,ফ্রিল্যান্সার, স্ক্রিপ্টল্যান্স এই পদ্ধতি ব্যবহার করে না। যেখানে এার্ট-পে ববহার করা যায় সেখানে এলার্ট পে ব্যবহার করুন--
Sign up with Payza today  ---সদস্য হতে পারেন।
বাংলাদেশে যারা কাজ করেন তাদের প্রচলিত একটি পদ্ধতি হচ্ছে মানিবুকারস ব্যবহার করা। মানিবুকারস (www.moneybookers.com) পে-পলের মত একই ধরনের সেবা দেয়। তাদের সেবার মানও উন্নত (পে-পলের বিরুদ্ধে নানারকম অভিযোগ রয়েছে)। যেহেতু অনেকেই এই পদ্ধতি ব্যবহার করছেন সেহেতু এটাই ভালভাবে জেনে নিন।
আপনার প্রয়োজন স্থানীয় একটি ব্যাংক একাউন্ট। ব্যাংকের কাছে আগে জেনে নিন তারা এই পদ্ধতি ব্যবহার করে কি-না। ডাচ-বাংলা ব্যাংক থেকে এই পদ্ধতিতে টাকা উঠানো যায় এটুকু নিশ্চিত করতে পারি।
প্রয়োজন একটি ইমেইল এড্রেস।
এটুকুই। এরপর মানিবুকারস সাইটে গিয়ে নিজের তথ্য দিয়ে নামে একটি একাউন্ট খুলুন। আন্তর্জাতিক অর্থ লেনদেনের জন্য সুইফট কোড নামে একটি কোড ব্যবহার করা হয়। ডাচবাংলা ব্যাংকের জন্য এই কোড DBBLBDDHঅন্য ব্যাংক হলে সেই ব্যাংকের কোড জেনে নিন। এই কোড ব্যবহার করে ব্যাংক একাউন্ট যোগ করুন। মানিবুকারস এ একাউন্ট তৈরীর কোন খরচ নেই।
টাকা জমা হলে মানিবুকারস ওয়েব সাইটের উইথড্র থেকে টাকা উঠানোর চেষ্টা করুন। আপনাকে ঠিকানা/ব্যাংক ভেরিফাই করতে বলবে। সেটা করুন। অথবা, ভেরিফিকেশন ছাড়া ১৫ ডলার উঠানো যায়, কাজেই ১৫ ডলারের নিচে উঠান। তারা আপনার ব্যাংকে ভেরিফিকেশন কোড পাঠাবে।
আপনার ব্যাংকে এই তথ্য যেতে ১ থেকে ২ সপ্তাহ সময় লাগতে পারে। ব্যাংকে গিয়ে আপনার কোডটি নিন এবং মানিবুকারস এর সাইটে গিয়ে সেটা ব্যবহার করুন।
এরপর প্রতি ৯০ দিনে ২০০০ ডলারের বেশি পর্যন্ত গ্রহন করতে পারবেন এই একাউন্ট ব্যবহার করে। অর্থের পরিমান যাই হোক, মানিবুকারস প্রতি লেনদেনের জন্য ২.১৬ ডলার কেটে রাখবে সার্ভিস চার্জ হিসেবে। এটা সামান্যই।

অর্থ গ্রহনের আরেকটি সহজ পথ হচ্ছে এলার্ট-পে। এখানে খুব সহজে একাউন্ট করা যায়, সেখানে টাকা জমা হলে ব্যাংক থেকে উঠানো যায় বা ইন্টারনেটে খরচ করা যায়।

 Earn money with Payza


Send and receive money online with Payza

প্রতিকুলতা যতই থাক, কাজ করা সম্ভব। চাকরী বা ব্যবসার চিন্তা করে, অন্যের জন্য অপেক্ষায় সময় নষ্ট না করে নিজেই কিছু করার চেষ্টা করুন। অনেকেই করছে।

PTC এর অজানা তথ্য

PTC এর অজানা তথ্য


যারা ইন্টারনেটে আয় নিয়ে  আগ্রহ প্রকাশ তাদের প্রথম পছন্দ পিটিসি (Paid to click). আপনি নির্দিস্ট লিংকে ক্লিক করবেন আর ক্লিকপ্রতি টাকা পাবেন। কোনকিছু জানা প্রয়োজন নেই, কোন দক্ষতা প্রয়োজন নেই। বলা হয় এভাবে আপনি হাজার হাজার ডলার আয় করার সুযোগ পাবেন।
এই বক্তব্য এবং মুল কাজের মধ্যে পার্থক্য রয়েছে। মুলত আপনাকে আকৃষ্ট করার জন্যই এভাবে লোভনীয় কথাগুলি বলা হয়। আবার একে একেবারে অসত্য বলে উড়িয়ে দেয়ার উপায়ও নেই।
পিটিসি ঠিক কিভাবে কাজ করে জানার আগে একবার জেনে নেয়া যাক ক্লিক করলে আপনাকে টাকা দেবে কেন।
ব্যবসা প্রতিস্ঠানে বা দোকানে যত বেশি ক্রেতা আসেন সেই প্রতিস্ঠানের বিক্রি তত বেশি, এটা সাধারন নিয়ম। ইন্টারনেট ভিত্তিক ব্যবসা যারা করেন তারাও আশা করে তাদের কাছে প্রচুর ক্রেতা (ভিজিটর) আসবেন। ভিজিটর বেশি পাওয়ার একটি উপায় সার্চ ইঞ্জিন। তাদের বিষয়ে কোনকিছু সার্চ করলে যদি তাদের নাম সার্চ রেজাল্টে ওপরের দিকে থাকে তাহলে বেশি ভিজিটর পাওয়ার সম্ভাবনা। সাধারনত ভিজিটররা সার্চ রেজাল্টের প্রথম পৃষ্ঠার পর আর দেখা প্রয়োজন বোধ করেন না। কাজেই তাদের প্রথম লক্ষ্য সার্চ রেজাল্টের প্রথম পাতায় যায়গা পাওয়া, তারপর সেখানে ওপরের দিকে থাকা।
সার্চ ইঞ্জিনগুলি তাদের লিষ্টে সেই সাইটকে প্রাধান্য দেয় যে সাইট বেশি মানুষ ব্যবহার করে। যত বেশি মানুষ সার্চ করে কোন সাইট ব্যবহার করে সেই সাইটের নাম ওপরের দিকে এই নিয়মে।
এই সুযোগটাকে কাজে লাগায় ব্যবসা প্রতিস্ঠানগুলি। তারা টাকা দিয়ে তাদের বিষয়ে সার্চ করিয়ে সেকানে ক্লিক করানোর ব্যবস্থা করে। কোন প্রতিস্ঠানকে এই দায়িত্ব দেয়া হয়। তারা তাদের সাইটে এমন একটা লিংক (বাটন) তৈরী করে যেখানে ক্লিক করলে তাদের কাজ হবে। তারপর সেই ক্লিক করানোর জন্য টাকা দেয়।
আরেকটি বিষয় উল্লেখ করে নেয়া ভাল। সফটঅয়্যার ব্যবহার করে অটোমেটেড ক্লিকের চেষ্টাও করে অনেকে। সার্চ ইঞ্জিন সেটা ধরে ফেলে। সেকারনেই টাকা দিয়ে ক্লিক করানোর ব্যবস্থা।
কাজেই ক্লিক করে আপনি টাকা উপার্জন করতে পারেন এতে ভুল নেই।
একাজে অর্থ দেয়া হয় দুভাবে, আপনি নিজে ক্লিক করলে ক্লিকপ্রতি টাকা পাবেন। আবার অন্য কাউকে যদি সেখানে সদস্য হওয়ার ব্যবস্থা করেন তাহলে তার আয় থেকে কমিশন পাবেন।
এবারে যাকিছু বাড়িয়ে বলা হয় সেটা দেখা যাক।
যেহেতু আরেকজনকে সদস্য করলে নিয়মিত অর্থ পাওয়া যায় কাজেই পিটিসি-র সুবিধে প্রচারের সময় বাড়িয়ে বলা হয়। সম্ভবত হাজার হাজার ডলারের যে প্রচারনাগুলি আপনি দেখেছেন বা শুনেছের তার মুল কারন সেটাই।
বাস্তবে, ক্লিক প্রতি দেয়া অর্থ খুবই কম। ১ অথবা ২ সেন্ট। অর্থাত ১ ডলার আয় করার জন্য আপনাকে ৫০ থেকে ১০০ বার ক্লিক করতে হবে।
আপনি হয়ত তাতেই রাজী, তারপর সমস্যা হচ্ছে আপনি কতগুলি ক্লিক করার সুযোগ পাবেন সেটা নির্দিষ্ট। আপনি ইচ্ছে করলেই শতশত কিংবা হাজার হাজার ক্লিক করার সুযোগ পাবেন না। সাধারনত দিনে ৪ থেকে ৬টি লিংক ক্লিক করার সুযোগ দেয়া হয়, ক্লিকের সংখ্যাও নির্দিষ্ট।
আরেকটি সমস্যা হচ্ছে এই সাইটগুলির নিজেদের স্থায়িত্ব কম। অনেকসময়ই দেখা যায় কিছুদিন পর সাইটগুলি উধাও হয়ে গেছে। আপনি হয়ত কোথাও একটা সাইটের ঠিকানা পেয়ে যোগাযোগের চেষ্টা করলেন কিন্তু সাইটের দেখা পেলেন না। যে কারনে পিটিসি ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার টাকা তাদের কাছে জমা রাখবেন না। সাথেসাথে উঠিয়ে নেবেন। তারা অবশ্য খুব কম পরিমান টাকাও সাথে সাথে দিয়ে দেয়। অধিকাংশ ক্ষেত্রেই টাকা দেয়া হয় পে-পলের মাধ্যমে।
পিটিসিতে টাকা পাওয়া যায় কিন্তু কখনোই উল্লেখ করার মত পরিমান পাওয়া যায় না। যেকারনে ইন্টারনেটে আয়ের পদ্ধতিগুলির মধ্যে এই বিষয়কে ততটা গুরুত্ব দেয়া হয়নি।  
এখানে কিছু সাইটের নাম দেয়া হচ্ছে। বর্তমানে সাইটগুলি চালু রয়েছে-----

http://www.no-minimum.com/pages/index.php?refid=saddam860



Minimum CashOut   $ 0.00


http://www.jillsclickcorner.com/members/register.php?ref=saddam860 



Minimum   Cashout   $0.10 


http://www.rewardingways.com/how?ref=saddam860


Minimum  Cashout   $1.00 { LR }


http://www.getpaidmail.com/pages/index.php?refid=saddam860


Earn up to $1.00  Dollar  per Free Signup !!!

Minimum  Cashout  $8.00 -{ AP /LR /PP } "Payza"



http://www.sheer-fresh.com/?ref=saddam860

Minimum CashOut  $0.00



http://www.watchbux.com/?ref=saddam860 


Minimum CashOut   $0.00


http://www.trondabux.com/?ref=saddam860

Minimum CashOut  $2.50


http://www.kycbux.com/?ref=saddam860



Minimum CashOut     $0.05 




http://www.ceobux.com/?ref=saddam910  



Minimum CashOut    $0.00


http://www.termbux.com/?ref=saddam860 


 Minimum  Cashout   $ 2.00

http://www.tatabux.com/?ref=saddam850 

Minimum   Cashout  $2.00  

http://www.neobux.com/?r=saddam910



Minimum Payout  $ 2.00



http://www.clixsense.com/?4335979



Minimum CashOut   $6.00


http://www.buxhigh.com/index.php?ref=saddam860 


Minimum   Cashout   $ 5.00  { Alertpay / Paypal / Check }


http://www.cashnhits.com/index.php?ref=saddam860 



Minimum   Cashout   $2.50



http://www.clicksia.com/index.php?ref=saddam910



Minimum CashOut    $1.00



http://www.incentria.com/index.php?ref=saddam910




Minimum CashOut  $1.00 

http://www.stabilitybux.com/?ref=saddam860



Minimum PayOut   $0.00



http://www.bucks4shares.com/?ref=saddam860



Minimum Cashout  $ 0.02



http://www.ref4bux.com/?ref=saddam860



Minimum Payment  $ 0.00



http://www.trustclicker.com/?ref=saddam860




Minimum   Cashout   $ 3.00 


http://www.bestfuturepaid.com/?ref=saddam860 

Minimum   Cashout   $2.00


http://www.justpaidclick.com/?ref=saddam860

Minimum   Cashout   $ 1.00


http://www.buxmaximum.com/?ref=saddam910

Minimum   Cashout   $ 5.00

  

 

 

 


ইন্টারনেটে সহজে আয়ের জন্য এফিলিয়েশন

ইন্টারনেটে  সহজে  আয়ের  জন্য  এফিলিয়েশন



ইন্টারনেট থেকে সহজে আয়ের সবচেয়ে প্রচলিত পদ্ধতি এফিলিয়েশন। কোন কোম্পানী হয়ে প্রচার করবেন। এফিলিয়েশন থেকে আয় বিভিন্ন ধরনের হতে পারে। তাদের সাইটে ভিজিটর পাঠালে প্রতি ভিজিটরের জন্য টাকা পাবেন,  কেউ সদস্য হলে আরো বেশি টাকা পাবেন, কিছু বিক্রি হলে তারথেকেও বেশি কমিশন পাবেন। প্রচার করতে পারেন নিজের ওয়েবসাইটে, ব্লগে, ফেসবুক-টুইটারে কিংবা এগুলি যদি নাও থাকে শুধুমাত্র ইমেইল ব্যবহার করেও অন্যের কাছে লিংক পাঠাতে পারেন। সেই লিংকে কেউ ক্লিক করলে আপনি টাকা পাবেন। Affiliate Program ”Get Money from your Website”


এধরনের একটি সহজ নেটওয়ার্ক ফাষ্ট২আর্ন। কিভাবে এই নেটওয়ার্ক ব্যবহার করবেন জেনে নিন।.        
  তাদের সাইটে যান http://fast2earn.com/-244719.htm 

 নিজের নাম এবং ইমেইল এড্রেস দিন।
.          পছন্দমত পাশওয়ার্ড টাইপ করে দিন।
সদস্য হওয়ার জন্য এটুকুই যথেষ্ট। সাথেসাথেই আপনার একাউন্ট তৈরী হবে। নিজের একাউন্টে ঢুকুন।
.          Banners লেখা বাটনে ক্লিক করুন। বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের ব্যানার দেখতে পাবেন। কোন বিজ্ঞাপন থেকে কত আয় হবে সেটাও দেখা যাবে। পছন্দমত কোন বিজ্ঞাপন ব্যবহারে জন্য তার সাথে দেয়া Get Banner Code বাটনে ক্লিক করুন। সেখানে কোড পাওয়া যাবে।
.          কোডটি কপি করুন এবং আপনার ব্লগ, ওয়েবসাইট, ফেসবুক, ইমেইল ইত্যাদি যায়গায় ব্যবহার করুন। সেখানে ব্যানারটি দেখা যাবে।
আপনার কত আয় হয়েছে সেটা আপনার সাইটে লগ-ইন করলেই দেখা যাবে। তারা টাকা দেয় পেপল ছাড়া   "Payza"  

Get your FREE account with Payza

এলার্ট পে এর সদস্য না হয়ে থাকলে এখনই সদস্য হয়ে নিন এবং আয় শুরু করুন। সাধারনভাবে প্রতিজন লিংকে ক্লিকের জন্য (একই ব্যক্তির বারবার ক্লিক করা যাবে না) আয় ৭ সেন্ট, সেই লিংক থেকে কেউ সদস্য হলে ১.৮ ডলার এবং কেউ কিছু কিনলে ১৫% কমিশন এটাই নিয়ম। তবে বিজ্ঞাপনভেদে তারতম্য আছে।
যত বেশি প্রচার করতে পারবেন আপনার আয় তত বেশি। কাজেই যদি ব্লগ না থাকে তাহলে ব্লগ তৈরী করে নিন।

ইন্টারনেটে অর্থ উপার্জনের পথগুলি

ইন্টারনেটে অর্থ উপার্জনের পথগুলি


ইন্টারনেট ব্যবহার করে অনেকভাবে অর্থ উপার্জণ করা যায়। কেউ অন্য কাজের পাশাপাশি ইন্টারনেট থেকে অতিরিক্ত আয় করেন, কেউ একেই পেশা হিসেবে ব্যবহার করেন এবং অন্য পেশার থেকেও বেশি আয় করেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকতে পারে আয়ের বিভিন্ন পথের মধ্যে কোনটি বেশি গ্রহনযোগ্য, কিংবা লাভজনক।

 এককথায় এর উত্তর দেয়া কঠিন। ওয়েব ডিজাইন করলে বহু টাকা আয় করা যায় কিন্তু সেটা সকলের পক্ষে সম্ভব না। ডাটা এন্ট্রি বা টাইপিং সে তুলনায় সহজ কাজ। আবার কারো কারো পক্ষে সেটাও সম্ভব হয় না বিভিন্ন কারনে। তাদের জন্য হয়ত ক্লিক করে টাকা আয় করার ওপর নির্ভর করতে হয়। কারো কাছে নিজস্ব ব্লগ তৈরী করা লাভজনক। ব্লগ জনপ্রিয় হলে সেখানে বিজ্ঞাপন রেখে যথেষ্ট পরিমান আয় করা যায়।ইন্টারনেটে আয়ের বিভিন্ন পথগুলির পরিচিতি তুলে ধরা হচ্ছে এখানে।
         ফ্রিল্যান্সিং বা অনলাইন কাজ
যদি বিশেষ কাজে দক্ষতা অর্জন করে সেই কাজ নিয়ে থাকতে চান তাহলে আয়ের সবচেয়ে ভাল পদ্ধতি ফ্রিল্যান্সিং বা অনলাইন কাজ। ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং সব ধরনের প্রচুর কাজ পাওয়ার সুযোগ রয়েছে ইন্টারনেটে। কাজের মজুরী ডলারে, কাজেই স্থানীয় কাজ থেকে তুলনামুলক বেশি। উদাহরন হিসেবে একটি লোগো ডিজাইন করে পেতে পারেন ১০ থেকে ১০০ ডলার কিংবা আরো বেশি, এক পৃষ্ঠা টাইপ করে পেতে পারেন ২ থেকে ৫ ডলার।
বিভিন্ন ওয়েবসাইট কাজ পেতে সহায়তা দেয়। ফ্রিল্যান্সার, স্ক্রিপ্টল্যান্স, গুরু, ও-ডেস্ক এধরনের সাইট। তাদের সদস্য হওয়া যায় বিনামুল্যে। কাজ করলে তারা সামান্য ফি নেয়, তবে সেটা একেবারেই সামান্য।
ফ্রিল্যান্সিং কাজে একটিমাত্র বিষয় গুরুত্বপুর্ন। যে কাজই হোক না কেন সেকাজে দক্ষ হতে হয়। সারা বিশ্ব থেকে মানুষ কাজের জন্য যোগাযোগ করে। তাদের সাথে প্রতিযোগিতা করে কাজ পেতে হয়। ফলে শুরুতে কাজ পাওয়া কঠিন। প্রথম কাজ পেতে কয়েখ মাস পর্যন্ত ধৈর্য্য ধরে চেষ্টা করে যেতে হতে পারে। পরবর্তীতে ক্রমেই কাজ পাওয়া সহজ হয়।
ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকগুলি পোষ্ট রয়েছে এই সাইটে।
            ব্লগিং
এই ওয়েবসাইট একটি ব্লগ। গুগলের বিনামুল্যের ব্লগিং ব্যবস্থা ব্লগার ব্যবহার করে যে কোন বিষয়ে একটি ব্লগ তৈরী করে যথেষ্ট পরিমান আয় করা যেতে পারে। ব্লগে ভিজিটর যত বেশি আয়ের সম্ভাবনা তত বেশি।
এজন্য শুরুতে একটি বিষয় বেছে নেয়া প্রয়োজন। ইন্টারনেটে খোজ করে ব্লগের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারনা পেতে পারেন। বস্তুত বিষয়ের কোন সীমাবদ্ধতা নেই। যার যে বিষয়ে আগ্রহ তিনি সেই বিষয়ে ব্লগ তরী করতে পারেন। এমনকি ছবি উঠানোর শখ থাকলে উঠানো ছবিগুলি রেখেই ব্লগ তৈরী করা যায়।
ব্লগ তৈরীর পর গুগলের এডসেন্স সহ অন্যান বিজ্ঞাপন নেটওয়ার্কের সদস্য হয়ে ব্লগে বিজ্ঞাপন যোগ করা হয়। বিভিন্ন কোম্পানীর এফিলিয়েশন নিয়ে তাদের লিংক রাখতে হয়। ভিজিটর যখন সেই বিজ্ঞাপন বা লিংকে ক্লিক করবেন তখন ব্লগার টাকা পান। শুধুমাত্র ক্লিক করার জন্য টাকা, কিছু কিনলে কমিশন, সদস্য হলে কমিশন ইত্যাদি নানাভাবে আয় আসতে থাকে। ব্লগারের মুল কাজ বেশি ভিজিটর আনার ব্যবস্থা করা।
.          মাইক্রো-জব
মাইক্রো জবকে ফ্রিল্যান্সিং এর সাথে তুলনা করতে পারেন। পার্থক্য হচ্ছে এই কাজগুলি খুব সহজ। সহজ কিছু প্রশ্নের উত্তর দেয়া। কোন লিষ্টে কয়েকটি বিষয়ের মধ্যে নির্দিষ্ট বিষয় সিলেক্ট করা, ছবির সাথে মানানসই নাম দেয়া, কিছু ডাউনলোড করা,  ইত্যাকি উদাহরন হিসেবে দেখতে পারেন।
ফ্রিল্যান্সিং সাইটের মত মাইক্রো-জব এর জন্যও বহু সাইট রয়েছে। বিনামুল্যে তাদের সদস্য হওয়া যায়। ইদানিং বহু পিটিসি সাইট (ক্লিক করে আয়ের সাইট) এ মাইক্রো-জব যোগ করা হয়েছে।  টাস্ক, অফার ইত্যাদি নানা নামে একে প্রকাশ করা হয়। একাজের সুবিধে হচ্ছে ফ্রিল্যান্সিং এর মত বিশেষ কাজে দক্ষতা প্রয়োজন হয় না, অসুবিধে হচ্ছে আয় তুলনামুলক কম।
.          লেখালেখি করে আয়
ইন্টারনেটে ব্লগ বা ওয়েবসাইট রয়েছে বহুকোটি। তাদের প্রত্যেকের পক্ষে সমস্তকিছু নিজেদের পক্ষে লেখা সম্ভব হয় না। সবসময়ই তারা টাকা দিয়ে লেখা সংগ্রহ করেন। কিছু প্রতিষ্ঠিদ সাইট রয়েছে যারা বিভিন্ন পন্যের রিভিউ লেখার সুযোগ করে দেয় এবং রিভিউ প্রতি ২০ থেকে ৪০ ডলার দেয়। কখনো কখনো সেই লেখার থেকে যা আয় হত তার ৪০ থেকে ৫০% লেখককে দেয়া হয়। এধরনের কাজ পাওয়া তুলনামুলক সহজ।
প্রায় সমস্ত ওয়েবসাইট যেহেতু ইংরেজিতে সেহেতু লিখে আয় করার জন্য ইংরেজিতে দক্ষতা প্রয়োজন হয়। এটাই মুল যোগ্যতা। এরপর যে বিষয়ে লিখতে হবে সে বিষয়ে তারা তথ্য দিয়ে সহায়তা করেন অথবা ইন্টারনেট থেকেই তথ্য সংগ্রহ করা যায়।
.          সার্ভে করে আয়
বিভিন্ন প্রতিস্ঠান নানা কারনে জনমত জড়িপ করে। বর্তমানে ইন্টারনেটের কল্যানে একাজ অনেক সহজ। ফলে যে কেউ ইচ্ছে করলেই এতে অংশ নিয়ে টাকা আয় করতে পারেন। কাজটি তুলনামুলক সহজ, তারা নির্দিষ্ট কিছু প্রশ্ন দিয়ে দেন, সেগুলির ভিত্তিতে উত্তর সংগ্রহ করতে হয়।
সমস্যা হচ্ছে,  সব দেশে সমানভাবে এই কাজ পাওয়া যায় না। অনেকে নির্দিষ্ট করে বলে দিতে পারেন ইউরোপ-আমেরিকার কথা, কিংবা বিপরীতভাবে বাংলাদেশের জন্য প্রযোজ্য না এমন কথা।
      সহজে আয়
সহজে আয় বলতে মুলত ক্লিক করে আয় বুঝায়। পিটিসি বা পেইড টু ক্লিক হচ্ছে একধরনের বিজ্ঞাপন নেটওয়ার্ক। সেখানে আকর্ষনীয় বিজ্ঞাপন দেয়া হয়। আপনি যেহেতু সেই বিজ্ঞাপন দেখবেন সেহেতু টাকা পাবেন। প্রতি বিজ্ঞাপনের জন্য ১ বা ২ সেন্ট থেকে শুরু করে .১ সেন্ট পর্যন্ত। অর্থের পরিমান একেবারেই কম। অবশ্য টাকা দিয়ে সদস্য হয়ে আয় বাড়ানো যায়।
অনেক পিটিসি সাইট ক্লিক করে আয়ের সাথে নানা ধরনের পদ্ধতিতে আয়ের সুযোগ দেয়। যেমন ইমেইল সদস্য হলে আপনার কাছে ইমেইল আসবে, সেগুলি পড়বেন বলে আপনি টাকা পাবেন (এগুলিও বিজ্ঞাপন)। ন্যদের সদস্য করলে তারা যে আয় করবেন তার অংশ পাওয়া যায়।
এধরনের আয় সম্পর্কে কিছুটা সাবধান থাকা ভাল। এভাবে আয়ের পরিমান অত্যন্ত কম। কাজ সহজ বলে অনেক কোম্পানী বেশি টাকার লোভ দেখিয়ে কাজ করায় (যেমন প্রতি ক্লিকে ১ ডলার বা ১০ ডলার), বাস্তবে কোন বিজ্ঞাপনদাতা এত টাকার বিজ্ঞাপন দেন না। ফল হিসেবে আপনার নামে টাকা জমা হওয়ার পর যখন টাকা চাইবেন তখন সেই কোম্পানী যোগাযোগ করবে না।
আরেকটি সমস্যা হচ্ছে অনেক কোম্পানী সদস্য হওয়ার জন্য টাকা দিতে বলে। এভাবে বহুজনের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যায়। কোন পিটিসি সাইটের সদস্য হওয়ার আগে তাদের সম্পর্কে খোজ নিয়ে নিশ্চিত হওয়া ভাল। কয়েকটি প্রশ্ন করে নিজেই যাচাই করতে পারে, কোম্পানটি কতদিন ধরে কাজ করছে (দুবছর ধরে কাজ করলে সেটা নির্ভরযোগ্য), ক্লিকপ্রতি কত দেয় (২ সেন্টের বেশি দেয়া সন্দেহজনক) এবং সদস্য হওয়ার জন্য শুরুতেই টাকা দিতে হয় কি-না (বিনামুল্যের সদস্য হওয়ার পদ্ধতি থাকার কথা)।

রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৩

ফেসবুক থেকে টাকা আয়

সবচেয়ে আকর্শনীয় হল পেমেন্ট পদ্ধতি পেজা(এলার্টপে) ও পেপাল এ অর্থউত্তলন করা যায় ।

সতর্কতাঃ প্রতি আইপি থেকে একটি করে একাউন্ট খোলা যায় । বাংলাদেশের যে আইপির অবস্থা তাতে হয়তবা আপনাকেই একাউন্ট খুলতে হাইড আইপি ব্যবহার করতে হতে পারে ।


খুলে ফেলুন একাউন্ট- এলার্ট পে তে ---

এখান থেকে আপনার একাউন্ট খুলে ফেলুন--

https://secure.payza.com/?KBUriiONADAMZPa%2fjzbslw%3d%3d


Best  Of   Online  Earning  Collection  Blog  Site

http://3gpsexvideodownload-2013.blogspot.com/


 আর নয় অপেক্ষামিনিটে অনলাইন থেকে  Dollar ইনকাম  Real   Online   Earning   Site :-
 
http://sk-bd2bd.blogspot.com/

অনলাইনে ডলার টান্সপারের জন্য নিম্ন সাইটে একাউন্ট করতে ক্লিক করুন
Free Online Pament Account -- Free Register---


https://secure.payza.com/?KBUriiONADAMZPa%2fjzbslw%3d%3d